বানতলায় ভার্চুয়ালি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি মডিউল এর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা ৮ফেব্রুয়ারি ২০২১দক্ষিণ ২৪পরগণা: খুশির হাওয়া শিল্প মহলে। সোমবার বহু প্রতিক্ষিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নতুন দুটি মডিউলের উদ্বোধন হল বানতলায়।নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ১০৯ কোটি টাকা।যার ব্যয়ভার বহন করেছে রাজ্য সরকার।এদিনই বানতলায় ফিতে কেটে এই প্রকল্পের উদ্বোধন করলেন কলকাতা লেদার কমপ্লেক্স এর ট্রানারি এসোসিয়েশনের সম্পাদক ইমরান খান।চর্ম শিল্পপতিদের আশা, এর ফলে কানপুর এবং বিদেশ থেকে আরও বেশি করে বিনিয়োগকারীরা বানতলায় পা রাখবেন।যার জেরে যেমন বিদেশি টাকা এ দেশে আসবে তেমন কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। ১০৯ কোটি টাকা ব্যায়ে বৃহৎ এই দু টি ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হয়েছে ।এছাড়া বানতলায় আরও চারটি প্ল্যান্ট আছে। জানা গিয়েছে মাত্র ৮ থেকে ১০ একর জায়গার উপরে আধুনিক মানের এই ট্রিটমেন্ট প্লান্ট গড়ে উঠেছে। দৈনিক ১০ কোটি লিটার বর্জ্য পরিশোধন করার ক্ষমতা ধারন করবে এই সিইটিপি।মাত্র ২ বছরের মধ্যে এই কাজ সম্পন হয়েছে।এই ট্রিটমেন্ট প্লান্ট চালু হওয়ার পর নতুন প্রকল্পের জন্য ছাড়পত্র পাওয়া যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে।সেক্ষেত্রে আরও ২০০ টি নতুন আধুনিক মানের কারখানা তৈরি করা যাবে বানতলায়। এমনটিই জানালেন ইমরান সাহেব।

আরও পড়ুন…ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন জমা দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি