বারুইপুরে অভাবের তাড়নায় ট্রেনের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক।

নিজস্ব সংবাদদাতা ১৭অক্টোবর ২০২০: দক্ষিণ ২৪পরগণা: বারুইপুর উকিল পাড়ার বাসিন্দা চিরঞ্জিত তাঁতি দুই সন্তান ও স্ত্রী কে নিয়ে বারুইপুরে বসবাস করতেন।

চিরঞ্জিতবাবু কলকাতায় একটি রেস্টুরেন্টে রাঁধুনীর কাজ করতেন। করোনা আবহে লকডাউনের সময় থেকেই তিনি কর্মহীন হয়ে পড়েছিলেন। কোথাও কোনো কাজকর্ম পাচ্ছিলেন না। পুজোর আগে দুই সন্তানের জামাকাপড় কিনে দিতে পারেননি, তাই নিয়ে বাড়িতে অশান্তি হয়। স্ত্রী বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। গতকাল দাদার কাছে 50 টাকা চেয়েছিলে চিরঞ্জিত বাবু, তার দাদা সেই টাকা দিতে পারিনি। তারপরে সে আরও মানসিকভাবে ভেঙে পড়ে। আজ ভোরবেলা বাড়ি থেকে ঘুম থেকে উঠে বারুইপুর স্টেশনের 4 নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। টহলরত আরপিএফ ও জিআরপি জওয়ানরা চিরঞ্জিত বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন‌। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।