বারুইপুরে দেখা গেল বেসরকারি বাস বন্ধের চিত্র,যাত্রীদের হয়রানির শিকার

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৯ জুন:- বারুইপুর ২১৮ বাস স্ট্যান্ড এলাকায় বাসের দেখা মিললেও কন্ডাক্টর ও ড্রাইভার বিহীনভাবে পড়ে আছে বাসগুলি।লকডাউন এ আনলক ওয়ান হলেও বেসরকারি বাসের দেখা পাওয়া যাচ্ছে না, প্রতি দিনই সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। এবার বারুইপুরে বাস মালিকরা ভাড়া বৃদ্ধির দাবিতে বন্ধের পথে হাঁটলেন।বারুইপুর এ সকাল থেকে যাত্রীরা বাস ধরার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কেউ এসেছে সকাল ছটায় কেউ আটটায়, কোনো বাসের দেখা মেলেনি বেলা এগারোটা পর্যন্ত। এগারোটার পর একটি সরকারি বাস দেখা গেলেও তাতে ভিড় উপচে পরে নিত্য যাত্রীদের। সাধারণ মানুষ নাস্তানাবুদ হতে হচ্ছে এমনই জানালেন এক বাস যাত্রী।