বিজেপি তৃণমূল সংঘর্ষ , উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার এগরা অঞ্চল

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- আবারও বিজেপি তৃণমূল সংঘর্ষ কার্যত উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বরিদা গ্রাম, বিজেপি দলীয় সূত্রে জানা যায় এগরা বিধানসভার অন্তর্গত এগরা ১ নং উত্তর মন্ডলে বরিদা গ্রামে বিজেপির সংখ্যালঘু কর্মীরা দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলের বেশ কিছু গুন্ডাবাহিনী তাদের উপর চড়াও হয় এবং মারধোর করে বলে অভিযোগ। এই সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন গুরুতর আহত হয় যার মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়ে। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে এক জনের মৃত্যু হয়, জানা গেছে ওই মৃত বিজেপি কর্মীর নাম, শেখ লিয়াকত, বয়স ৫৫। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল, পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।