বিরল প্রজাতির প্রাণী প্যাঙ্গলিন সহ গ্রেপ্তার এক পাচারকারী।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২৪ জুন:-▪ বিরল প্রজাতির প্রাণী প্যাঙ্গলিন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলার উত্তরবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ব্যক্তির নাম ফজনু মহম্মদ। সে শিলিগুড়ির অদূরে অবস্থিত রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া মান্তাদারি গ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তিকে আজ ( বুধবার) জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অন্যদিকে, বিচারপতির নির্দেশে বন্যপ্রাণীটিকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই চক্রের পেছনে বড় কোন মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বনদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে জঙ্গলের বন্যপ্রাণী পাচার পাচারের কাজ চলছে, মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনকর্মীরা হানা দেয় ফজনু মহম্মদের বাড়ি। সেখানে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।