বিরোধী শিবির থেকে শয়ে শয়ে কর্মী সমর্থক যোগ দিলো তৃনমূলে

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- বিরোধী শিবির থেকে শয়ে শয়ে কর্মী সমর্থক দের তৃনমূলে যোগদান, এমন ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরে। গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে গোয়ালপোখর ও চাকুলিয়ায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙনে উজ্জীবিত তৃনমুল শিবির। গোয়ালপোখরের বিপরীত এলাকায় দলীয় কার্য্যালয়ে তৃনমুল ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মুনিদার নেতৃত্বে পাঞ্জিপাড়া অঞ্চলের কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন দল থেকে ৬৪টি পরিবারের পাঁচ শতাধিক মানুষ, বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃনমুলে যোগদান করেন। এদিনের যোগদান সভায় পাঞ্জিপাড়া অঞ্চলের তৃনমুল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

পাশাপাশি চাকুলিয়ার সমসপুর মাদ্রাসার মাঠে আয়োজিত এক দলীয় সভায় ব্লক সভাপতি মিনহাজুল আরফিন আজাদের নেতৃত্বে শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক থেকে নেতৃত্বরা তৃনমুলে যোগদান করেন। তরিয়াল গ্রাম পঞ্চায়েতের বর্তমান দুই সিপিএম সদস্য ও প্রাক্তন সিপিএম প্রধান জাকির হুসেন এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিপিএমের ইফতেখার আলম, বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান একজন সিপিএম সদস্য ও প্রাক্তন সিপিএম সদস্য এবং উল্লেখযোগ্যভাবে চাকুলিয়া সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক আব্দুল সামাদ কাদরি ওরফে ভুট্টো এদিন তৃনমুলে যোগদান করেন। এদিনের যোগদানে চাকুলিয়া এলাকায় বামেদের শক্তঘাঁটিতে শাসকদল তৃনমুল থাবা বসালো বলে মত রাজনৈতিক মহলের।