বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে ভারত তৃতীয় স্থানে

নিজস্ব সংবাদদাতা, ৬ জুলাই :- বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারতের নাম। দ্রুতগতিতে দেশে সংক্রমণ বৃদ্ধির জেরে রাশিয়াকে পিছনে ফেলল ভারত।গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার আক্রান্ত হয়েছে ভারতে, সংখ্যা প্রায় সাত লক্ষ ছুঁয়েছে। মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের প্রথম স্থানে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা রোজ দিন বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ছ’লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন।এই পরিস্থিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন সঙ্গে মাস্ক ব্যাবহার অপরিহার্য বলেন তাঁরা।