বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি, সনাতন ধর্মের মিছিল

উত্তর ২৪পরগণা: রাজ্যে ৮০০০ সনাতন ধর্মের পুরোহিতদের জন্য মাসিক ভাতা ১০০০,টাকা ইন্দিরা আবাস যোজনা খর দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আর তার এই ঘোষণার পর বসিহাট মহাকুমার এক নম্বর ব্লকের প্রায় আড়াই হাজার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর পুরোহিতদের মিছিল। বসিরহাট ইছামতি ব্রীজের বোটঘাট থেকে ইটিন্ডা ও টাকি রোড হয়ে শোনপুকুর মাঠ পর্যন্ত মিছিল করবে প্রায় ৫ কিলোমিটার শহরে মিছিল করলেন। তাদের মুখে একটাই স্লোগান একদিকে মহালয়া চন্ডীপাঠ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নামের জয়ধ্বনি, ঢোল কাশি বাজনা নিয়ে মিছিল করল সনাতনী ব্রাহ্মণ রা। মুখ্যমন্ত্রী ঘোষণাকে তারা দুহাত ভরে আশীর্বাদ ও শুভেচ্ছা জানালেন ।যেভাবে আমাদের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন এর আগে কোন সরকার আমাদের পাশে ছিল না। তাই যতদিন উনি থাকবেন উনার পাশে সনাতনী ব্রাহ্মণ সমাজ থাকবে। মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা কে সব ধর্মের মানুষের পাশে যে রাজ্যের প্রশাসনিক প্রধান তাও একবার প্রমাণিত হলো। সনাতন ধর্মের ব্রাহ্মণদের মিছিলের মধ্যে এটাই বাংলার সংস্কৃতি। এটাই সব ধর্মের মানুষের তৈরি বাংলা, জাতি বর্ণ ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি সবার পাশে এসে দাঁড়িয়েছেন এটাই বাংলার সংস্কৃতি দাবি ব্রাহ্মণ সমাজের