ব্যান্ড বাজিয়ে সৎকার করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার এক বৃদ্ধার

ব্যান্ড

ব্যান্ড বাজিয়ে সৎকার করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার এক বৃদ্ধার।  ব্যান্ড বাজিয়ে এর তালে তাল মিলিয়ে নাচতে নাচতে ঠাকুমার দেহ সৎকার করতে চললেন নাতিরা। দাসপুরের পলাশপাই খালের চরে ৩ ঘন্টা ধরে এভাবেই ব্যান্ড বাজিয়ে নেচে দাহ কাজ শেষ করা হয়।

 

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান দাসপুরের জ্যোতঘনশ্যামপুরের তুলসী মন্ডল । ১২ বছর আগে মারা গেছেন স্বামী বিপিন মন্ডল ।তাঁদের ৩ ছেলে ও ৪ মেয়ে। নাতি নাতনির সংখ্যা ৪০ জন। বার্ধক্য জনিত কারণে মৃত্যুর আগে তিনি নাতি নাতনি দের ডেকে বলে ছিলেন তিনি মারা গেলে কেও যেন কষ্ট না পায় । তাঁকে যেন বাজনা বাজিয়ে আনন্দের সঙ্গে দাহ করতে নিয়ে যাওয়া হয়।

 

বৃহস্পতিবার সেইমতো তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছেলে মেয়েরা কান্না কাটি করলেও নাতি চন্দন মন্ডল , দয়াল মন্ডল , কিরণ মন্ডল , নাতনি রিনা মন্ডল , শান্ত মন্ডল , নাতবৌ বুল্টি , সুষমা জানান , ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে তাঁরা খুশি। শেষ পর্যন্ত শ্মশান ঘাটে একশ জন উপস্থিত ছিলেন। ব্যান্ড বাজিয়ে গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়া মৃতদেহ দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

 

আর ও পড়ুন    ঝাড়গ্রামে ফের ঢুকলো ত্রিশটি দাতাল হাতির দল, এলাকা জুড়ে আতঙ্ক

 

উল্লেখ্য, ব্যান্ড বাজিয়ে সৎকার করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার এক বৃদ্ধার।  ব্যান্ড বাজিয়ে এর তালে তাল মিলিয়ে নাচতে নাচতে ঠাকুমার দেহ সৎকার করতে চললেন নাতিরা। দাসপুরের পলাশপাই খালের চরে ৩ ঘন্টা ধরে এভাবেই ব্যান্ড বাজিয়ে নেচে দাহ কাজ শেষ করা হয়।বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান দাসপুরের জ্যোতঘনশ্যামপুরের তুলসী মন্ডল । ১২ বছর আগে মারা গেছেন স্বামী বিপিন মন্ডল ।তাঁদের ৩ ছেলে ও ৪ মেয়ে। নাতি নাতনির সংখ্যা ৪০ জন।

 

বার্ধক্য জনিত কারণে মৃত্যুর আগে তিনি নাতি নাতনি দের ডেকে বলে ছিলেন তিনি মারা গেলে কেও যেন কষ্ট না পায় । তাঁকে যেন বাজনা বাজিয়ে আনন্দের সঙ্গে দাহ করতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেইমতো তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছেলে মেয়েরা কান্না কাটি করলেও নাতি চন্দন মন্ডল , দয়াল মন্ডল , কিরণ মন্ডল , নাতনি রিনা মন্ডল , শান্ত মন্ডল , নাতবৌ বুল্টি , সুষমা জানান , ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে তাঁরা খুশি। শেষ পর্যন্ত শ্মশান ঘাটে একশ জন উপস্থিত ছিলেন। ব্যান্ড বাজিয়ে গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়া মৃতদেহ দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। ব্যান্ড বাজিয়ে সৎকার করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার এক বৃদ্ধার।

 

ব্যান্ড বাজিয়ে এর তালে তাল মিলিয়ে নাচতে নাচতে ঠাকুমার দেহ সৎকার করতে চললেন নাতিরা। দাসপুরের পলাশপাই খালের চরে ৩ ঘন্টা ধরে এভাবেই ব্যান্ড বাজিয়ে নেচে দাহ কাজ শেষ করা হয়। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান দাসপুরের জ্যোতঘনশ্যামপুরের তুলসী মন্ডল । ১২ বছর আগে মারা গেছেন স্বামী বিপিন মন্ডল ।তাঁদের ৩ ছেলে ও ৪ মেয়ে। নাতি নাতনির সংখ্যা ৪০ জন। বার্ধক্য জনিত কারণে মৃত্যুর আগে তিনি নাতি নাতনি দের ডেকে বলে ছিলেন তিনি মারা গেলে কেও যেন কষ্ট না পায় । তাঁকে যেন বাজনা বাজিয়ে আনন্দের সঙ্গে দাহ করতে নিয়ে যাওয়া হয়।