ব্যালকনি থেকে ঝুলছে শিশু,বাঁচাতে এগিয়ে এল স্পাইডারম্যান

৮ ফেব্রুয়ারি, আপনারা টিভি বা সিনেমার পর্দায় এই ধরণের অনেক কাহীনিই দেখে থাকবেন যেখানে সুপারহিরো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকলকে বিপদ থেকে রক্ষা করে। কিন্তু আজ সামনে এল বাস্তব জীবনের স্পাইডারম্যানের কথা, যে তার জীবনের ঝুঁকি নিয়ে একটি বহুতল আবাসনের উপরে উঠে যায় এবং একটি বাচ্চার প্রাণ বাঁচায়।যা সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক শিশু বহুতল আবাসনের ব্যালকনি থেকে ঝুলছে এবং তা দেখে এক যুবক অত্যন্ত উদ্যম ও সাহসিকতার সাথে সেই বিল্ডিংয়ের উপরে ওঠা শুরু করে। একের পর এক ধাপ পেরিয়ে সে শেষ অবধি বাচ্চাটির কাছে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়।জানা গিয়েছে, এই ভিডিওটি প্যারিসের। ভিডিওটিতে স্পাইডারম্যানের মতো বিল্ডিংয়ে চড়া যুবকের বয়স মাত্র ২২ বছর। যুবকটি সংবাদমাধ্যমকে জানান, সে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, তখন দেখে একটি বিল্ডিংয়ের নিচে ভিড় জমে রয়েছে। এরপর যখনই বাচ্চাটি তার নজরে আসে সে কিছু না ভেবেই বিল্ডিংয়ে চড়তে শুরু করে দেয় তাকে বাঁচাতে।তার এই সাহসিকতা ও মানসিকতার জেরেই হয়তো বাচ্চাটি এবারের মতো প্রাণে বেঁচে গেলো।