ভোরের শীতের আমেজে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং, ৮ নভেম্বর, ২০২০: উত্তরের হাওয়ার প্রবেশের সাথে সাথে বাংলায় শীতের আমেজ যে ধরা পড়েছে তা বলা বাহুল্য।

আর আজকে ভোরবেলায় অপরূপ ভাবে ফুটে ওঠে রিচমন্ড হিলের রায় ভিলা থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য। স্পষ্ট ভাবে কাঞ্চনজঙ্ঘার এমন দৃশ্য দেখতে পেয়ে খুশি পর্যটকরাও।

আরও পড়ুন…আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় মহিলা

এমনকি, এদিন রামকৃষ্ণ মিশনে এক মহারাজের ক্যামেরার বন্দীও হয়ছে কাঞ্চনজঙ্ঘার মন মুগ্ধ করা এই দৃশ্য।উল্লেখ্য,এই বায় ভিলায় ১৩ই অক্টোবর ১৯১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিস্টার নিবেদিতা।