এই দেশগুলি থেকে সরাসরি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব, কেন?

ভ্রমণে

এই দেশগুলি থেকে সরাসরি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব, কেন? এর আগে সরাসরি প্রবাসীদের প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব, তা প্রত্যাহার করতে শুরু করেছে আরব। আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।

 

ছয়টি দেশ থেকে প্রবাসী বা ভ্রমণকারীদের সরাসরি প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। সরাসরি প্রবেশের অনুমতি দেওয়া ৬ টি দেশ হলো—ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারত। এসব দেশ থেকে আগতদের ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের আগে অন্য কোথাও ১৪ দিন কাটানোর বাধ্যবাধকতা থাকছে না।তবে, সৌদি আরবে প্রবেশের পর পাঁচ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্ত বজায় থাকছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বাইরে কোভিড টিকা নেওয়া থাকলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে বলেও সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি আরবে ছয়টি দেশ থেকে সরাসরি প্রবেশের অনুমতি দিলেও সব ধরনের সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বব্যাপী কোভিড মহামারি পরিস্থিতি অনুসারে স্বাস্থ্য কর্তৃপক্ষ সব নিয়ম ও ব্যবস্থা নিয়মিত মূল্যায়ন করবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব ও বিশ্বব্যাপী করোনা মহামারি সংক্রান্ত পরিস্থিতির নিয়মিত পর্যবেক্ষণ এবং বিভিন্ন দেশে মহামারি পরিস্থিতির স্থিতিশীলতার ওপর ভিত্তি করে এই ছয়টি দেশকে সরাসরি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

 

আর ও পড়ুন     নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সম্প্রতি শনাক্ত হওয়া করোনার নতুন ধরন 

 

উল্লেখ্য,  এর আগে সরাসরি প্রবাসীদের প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব, তা প্রত্যাহার করতে শুরু করেছে আরব। সূত্রের খবর অনুযায়ী, করোনার সংক্রমণ ঠেকাতে এ বছরের ফেব্রুয়ারিতে কয়েকটি দেশ থেকে প্রবাসীদের সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।

 

এই দেশগুলো হলো লেবানন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও জাপান। ওই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, এসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ করতে হলে প্রথমে অন্য দেশে গিয়ে দুই সপ্তাহ থাকতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ২০ দেশের তালিকা থেকে বাদ পড়ল ছয় দেশ। ফলে ওই ছয় দেশের নাগরিককে আর অন্য দেশ হয়ে সৌদিতে প্রবেশ করতে হবে না। তারা সরাসরি দেশটিতে যেতে পারবেন।