মডেলার তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের অভিযোগ, গ্রেফতার ১ মহিলা সহ ২

নিজস্ব সংবাদদাতা,সল্টলেক : রাজকুন্দ্রার পর্ন গ্রাফি বানানোর অভিযোগে তোলপার বলিউড। তবে এবার খোদ কলকাতায় উঠলো অনেকটা সেই ধরনেরই অভিযোগ ।

মডেলার তরুনীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে চলে ব্ল্যাকমেলিং। এর পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে,পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এবং এই ঘটনায় গ্রেফতার করা হয় এক মহিলাসহ ২ জনকে। গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই মাসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মডেলিংয়ের জন্য বেশ কয়েকটি ফটোশুট করা হয় মনিদিপা চৌধুরীর। ফটোশুট করেছিল প্রতাপ ঘোষ এবং জয়শ্রী মিত্র। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বারংবার ফোন করা হতো। যদি টাকা না দেওয়া হয় তাহলে পরবর্তী সময়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। এরপরেই সাইবারক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে প্রতাপ ঘোষ এবং জয়শ্রী মিত্রকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে । এবং নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।