মদের দোকানের ভিড়কে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৬ মে, লকডাউনের মধ্যে সরকারের শর্তসাপেক্ষে মদের দোকান খোলা হচ্ছে। খোলা মাত্রই মদের দোকানে দীর্ঘ লাইন পরে সুরপ্রেমীদের।সামাজিক দুরত্ব না মেনেই মদ বিক্রির ঢল নেমেছে দোকানে দোকানে। প্রতিবাদে পথে নামলেন মহিলারা। স্থানীয় মহিলারা লাঠি হাতে তাড়া করেন মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের। ইট ও পাথর দিয়ে ঢিলও ছুড়ে বলেও জানা যায়।

স্থানীয় মহিলারা দাবি করছেন, মদের দোকান বন্ধ রাখার।অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। মহিলা ও বিক্ষোভকারী দের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠি হাতে পুলিশ তাড়া করে। দুই মহিলা সহ চার জনকে আটক করেছে পুলিশ। তবে স্থানীয় মহিলারা মদের দোকান বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তারা।