মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এই প্রার্থী

ঘাসফুল

মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এই প্রার্থী। আসানসোল পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলেন পিন্টু মুখোপাধ্যায়। কিন্তু তিনি মনোনয়ন জমা করেননি। পরিবর্তে দেখা গেল তিনি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এই ঘটনায় চাঞ্চল্য আসানসোল জুড়ে। বিজেপি ২৫ নম্বর ওয়ার্ডের জন্য আর কোনও প্রার্থী পায়নি।

 

সোমবার ছিল শেষ মনোনয়ন। কিন্তু খবর পাওয়া যায় বিজেপির ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা করেনি। পরিবর্তে রাতে তিনি মলয় ঘটকের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সিকে রেশমার সঙ্গে গিয়ে তিনি মলয় ঘটকের কাছে তৃণমূলে যোগ দেন।

 

মঙ্গলবার সকাল থেকে এ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি জেলা সভাপতি দিলীপ দে সরাসরি অস্বীকার করে বলেন “যে পিন্টু মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছে, তিনি তাদের দলের সদস্য নয়।”  তাহলে প্রার্থী হিসেবে যে পিন্টু মুখোপাধ্যায় ছিলেন তিনি কোথায় গেলেন তিনি কেন মনোনয়ন দাখিল করলেন না? বিজেপি জেলা সভাপতির দাবি শুধু পিন্টু মুখোপাধ্যায় নয় এরকম বেশ কয়েকজন তাদের প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারেননি হুমকির ফলে।

 

আর ও পড়ুন    রাজ্যের করোনা বিধি নিয়ে যা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

 

উল্টোদিকে তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় জানিয়েছেন “বিজেপি সব সময় মিথ্যা কথা বলে। দিল্লি থেকে আসানসোল পর্যন্ত মিথ্যেবাদীতে ভর্তি। তৃণমূলে যোগদানকারী পিন্টু মুখোপাধ্যায় জানিয়েছেন “আমি বিজেপির প্রার্থী ছিলাম। কিন্তু আমাকে প্রার্থী করা হয়েছে আমি জানতাম না। না হলে অনেক আগেই আমি তৃণমূলে যোগ দিতাম। যখন আমার উপর চাপ আসে নমিনেশন করার জন্য, তার পরেই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিই।মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এই প্রার্থী। আসানসোল পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলেন পিন্টু মুখোপাধ্যায়। কিন্তু তিনি মনোনয়ন জমা করেননি। পরিবর্তে দেখা গেল তিনি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এই ঘটনায় চাঞ্চল্য আসানসোল জুড়ে। বিজেপি ২৫ নম্বর ওয়ার্ডের জন্য আর কোনও প্রার্থী পায়নি।

 

সোমবার ছিল শেষ মনোনয়ন। কিন্তু খবর পাওয়া যায় বিজেপির ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা করেনি। পরিবর্তে রাতে তিনি মলয় ঘটকের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সিকে রেশমার সঙ্গে গিয়ে তিনি মলয় ঘটকের কাছে তৃণমূলে যোগ দেন।