“মহারাজা তোমায় সেলাম” – সৌরভের জন্মদিনে একরাশ শুভেচ্ছায় ভরল সোশ্যাল মিডিয়া

৮ জুলাই ২০২১ : ৮ জুলাই সেই মানুষটির জন্মদিন যাকে নিয়ে ভারতের প্রত্যেকটা মানুষই গর্ব করে। আর বাঙালিদের কাছে তিনি চিরকালের মহারাজা। আজ সেই মানুষটির জন্মদিন। সকলের দাদা সৌরভ গাঙ্গুলির জন্মদিন। আর সেই উপলক্ষেই এই দিনটি এলেই বেহালার বাড়ির সামনে অজস্র অনুরাগীদের ভিড়। ফুল, কেক শুভেচ্ছাবার্তায় মুখরিত হয় মহারাজের বাড়ির অঙ্গন। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ।

তবে এই বছর করোনা কালে সেলিব্রেশনের বিস্তার অনেকটাই কম ।এই বছর সাদা মাতা ভাবেই নিজের জন্মদিন পালন করবেন মহারাজ এমনটাই খবর।জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আসীন ‘দাদা’। যাত্রাপথ সহজ ছিল না, নয়ও। কিন্তু বেহালা তনয়ের কীর্তিতে বাঙালি মজেছিল চিরকাল। বরং এদিন বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোরই সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। বৃহস্পতিবার সব কাজ একেবারেই ছুটি নিয়েছেন তিনি। অধিনায়ক সৌরভ হিসেবে ২০০১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন টেস্ট জয়, ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠা অন্যতম কীর্তি। এছাড়াও ব্যক্তিগত রেকর্ডের ঝুলি পূর্ণ ২২ গজের মাঠের নানা কীর্তিতে। তা সে লর্ডসের মাঠে জামা ওড়ানো হোক কিংবা বঙ্গতনয়ের জন্য অস্ট্রেলিয় ক্যাপ্টেন স্টিভ ওয়র টসে অপেক্ষা করার ঘটনা। ২০১৪ সাল থেকে সিএবির সভাপতি হিসেবে কাজ শুরু করেছিলেন সৌরভ। সেই শুরু প্রশাসক আসনে পথ চলা।এরপর ২০১৯ সালের ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের ৩৯ তম সভাপতি হিসেবে তাঁকে চান ক্রিকেট মহলের কর্তা ব্যক্তিরা।বিসিসিআই সভাপতি হওয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রধান হিসেবে কাজ করছিলেন ‘দাদা’ । সৌরভ সিএবি ছাড়ার পর জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া রয়েছেন সেই পদে।একইসঙ্গে , টেলিভিশনের একটি জনপ্রিয় প্রোগ্রামের সঞ্চালকও তিনি। সেই ময়দানেও তিনি সমানভাবে পারদর্শী।