মহারাষ্ট্রে মৃত ১৬ জন শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জন শ্রমিকের হাতে ১৬ টি মশাল

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১২ মে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ি তলায় প্রাণ হারানো শ্রমিকদের পড়ে থাকা রুটির দেখা মিলল বারাসাতে। প্রসঙ্গত কিছুদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে রাতের অন্ধকারে রেললাইনে বিশ্রামরত অবস্থায় মালগাড়ি ট্রেনেরনিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ১৬ জন শ্রমিকের। অনেকটা পথ পায়ে হেঁটে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল এই পরিযায়ী শ্রমিকরা। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আর বাড়ি ফেরা হলো না। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রেললাইনে পড়েছিল শ্রমিকদের আসবাবপত্র, সাথে রেল লাইনের উপরে পড়েছিল কয়েক খণ্ড রুটির টুকরো। পেটের দায়ে এই কয়েক খণ্ড রুটি যোগানের জন্যই দূর দেশে পাড়ি দিতে হয় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের।

উত্তর ২৪ পরগনা বারাসাতের DYFI যুব ছাত্র পরিষদের উদ্যোগে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় শহীদ বেদি বানিয়ে মহারাষ্ট্রে মৃত ১৬ জন শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জন শ্রমিকের হাতে ১৬ টি মশাল জ্বালানো হয়। লাইনে উপর পরে থাকা শ্রমিকদের রুটির বেদনাদায়ক ভিডিও শিউরে তুলেছিল সমগ্র ভারতবাসীকে। শ্রমিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে রেল লাইনের পাশে বসবাসরত গরিব অসহায় ভবঘুরে মানুষদের হাতে রুটি তুলে দেয় বারাসাত DYFI কর্মীরা।