মাডার কেসের আসামিকে আশ্রয় দেওয়া হয়েছে, এমনই সন্দেহে জামুরিয়া দলীয় কার্যালযে় হানা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়খন্ড, ২৩ নভেম্বর, জামুরিয়া দলীয় কার্যালযে় হানা দিল ঝাড়খন্ড পুলিশ । ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী কার্তিক ধীবর, (৩০২) মাডার কেসের আসামি আশ্রয় নিয়েছে ওই দলীয় কার্যালয়ে। এরকম একটি খবর পেয়ে ঝাড়খন্ড পুলিশ জামুরিয়া পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার ভোরে হানা দেয়। পুলিশের মূল অভিযোগ জামুরিয়ার বিজেপি নেতা বহজেলা সম্পাদক সন্তোষ সিং এর বিরুদ্ধে। তিনি ওই দুষ্কৃতীকে নিজের বাড়িতে ও দলীয় কার্যালয় আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ।

তবে পুলিশ ওই দুষ্কৃতীর খোঁজ না পেলেও দুষ্কৃতীর মোটরবাইক সহ দুটি মোবাইল উদ্ধার করে কার্যালয় থেকে। বিজেপি নেতার দাবি তিনি ওই দুষ্কৃতীকে দলীয় কর্মী হিসেবে চিনতেন, এও যানান ঐ ব্যাক্তির ৩০ হাজার টাকা দরকার পড়ায় সে মোটর সাইকেলটি দিয়ে যায় টাকার বিনিময়ে,তিনি মাডারের আসামি জানা ছিলোনা এবং ঐ ব্যাক্তি এইখানে ছিল পুলিশ মিথ্যে অভিযোগ করছে । ঝাড়খন্ড বিধানসভা ভোটে বাড়তি দায়িত্ব পাওয়ার পর ওই বিজেপি কর্মীর(দুস্কৃতী) সঙ্গে তার আলাপ হয়েছিল । যদিও পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত দাবি তুলেছেন পূর্নশশী রায় তৃণমূল নেতৃত্ব।