মার্কিন প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করল ট্রাম্প

নিউজ ডেস্ক, ১০ নভেম্বর, ২০২০: মার্কিন প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করেছে ট্রাম্প । একটি টুইট করে ট্রাম্প জানিয়েছেন, মার্ক এসপারের সময় শেষ হয়ে গিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সচিবের পরিবর্তে নতুন মার্কিন প্রতিরক্ষা সচিব হবেন ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলার।২০১৮ থেকে ১৯ সাল পর্যন্ত ক্রিস্টোফার মিলার হোয়াট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ছিলেন। সূত্রের খবর, এসপার নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।পেন্টাগনে ৪ বছর ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগেও প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম মাটিসের সঙ্গে সংঘাত হয়েছিল।সেই কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন জিম মাটিস। অন্যদিকে, এখনো পর্যন্ত ট্রাম্প হার মানতে নারাজ। বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে নিজের গদি কোনও মতেই ছাড়তে চান না ডোনাল্ড ট্রাম্প।