মালদায় টোটো বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা,মালদা,২ জুলাই:- টোটো বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুললো উত্তর মালদহের সাংসদ খগেন মূর্মু। এদিন সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পুলিশ বলছে ব্যাটারী ফেটে ঘটনাটি ঘটেছে কিন্তু ব্যাটারী ফেটে এতো বড় ঘটনা ঘটতে পারে না। কারণ টোটোর মধ্যে থাকা ব্যক্তির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘটনাস্থলে বাড়ী গুলির জানালা,দরজা এমনকি চালা ভেঙে পড়েছে। তিন কিমি দূরে থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তাই কোনো বড় ধরনের নাশকতার জন্য বিস্ফোরণ নিয়ে যাওয়া হচ্ছিল। যা শহরের দিকেই যাচ্ছিল।গত কয়েক মাসে গোটা পশ্চিমবঙ্গ শিল্প কারখানা কিছুই হয়নি , এখানে শুধুই বিস্ফোরণের কারখানা হয়েছে। যার প্রমাণ এই ঘটনা থেকে পাওয়া যায়। পুলিশ তাঁদের মত তদন্ত করুক কিন্তূ আমরা চাই এই ঘটনায় এনআইএ তদন্ত হোক।