মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভূমিহীন নিরাশ্রয় মানুষদের হাতে তুলে দেওয়া হল জমির দলিল

নিজস্ব সংবাদদাতা ৯ ফেব্রুয়ারি ২০২১উত্তর দিনাজপুর: ভূমিহীন মানুষদের কাছে কল্পতরু হয়ে একের পর এক পরিষেবা দিয়ে চলেছে রাজ্যের মা মাটি মানুষের সরকার। ভূমিহীন নিরাশ্রয় মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে জমির পাট্টা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ৮৫ টি ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হল জমির নিঃশর্ত দলিল। রায়গঞ্জ পুরসভার সভাকক্ষে ভূমিহীনদের মধ্যে নিঃশর্ত দলিল বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জি সহ জেলা ভূমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। ভূমিহীন মানুষেরা নিজস্ব জমির নিঃর্শত দলিল পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।বিধানসভা ভোটের আগে মঙ্গলবার তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ভূমিহীন মানুষদের মধ্যে জমির নিঃশর্ত দলিল বিলি করা হল। আগেও বহু ভূমিহীন মানুষের মধ্যে পাট্টা বিলি করার পর আজ রায়গঞ্জ পুরসভার ৯, ১১ ও ২৩ নম্বর ওয়ার্ডের ৮৫ জন ভূমিহীন মানুষের হাতে জমির নিঃশর্ত দলিল তুলে দেওয়া হল। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ভূমিহীন মানুষদের নিজস্ব জমি প্রদানের জন্য রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ৮৫ টি ভূমিহীন পরিবারের হাতে জমির নিঃশর্ত দলিল তুলে দেওয়া হল। ভূমিহীন পরিবারেরা এখন তাদের নিজস্ব জমি হওয়ায় খুশী।

আরও পড়ুন…খেলশ্রী অনুষ্ঠানে মাধ্যমে পুরস্কৃত করা হলো শিলিগুড়ির খেলোয়াড়দের