মুখ্যমন্ত্রীর নির্দেশে ডানকুনি রেলওয়ে স্টেশনে পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে পৌঁছে গেলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, রাজীব ব্যানার্জি ও মলয় ঘটক

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ৫ মে, করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে প্রচুর শ্রমিক, পড়ুয়া ভিন রাজ্যে আটকে পরে। সরকারের নির্দেশে এবার তারা বাড়ি ফেরার পথে। গতকাল কিছু পড়ুয়া বাড়ি ফেরে। আজ বেশকিছু পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে ট্রেনে করে ডানকুনি স্টেশনে নামেন। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী রাজীব ব্যানার্জি ও মন্ত্রী মলয় ঘটক ডানকুনি রেলওয়ে স্টেশনে তাদের স্বাগত জানাতে স্টেশনে যান।

এদিন সকলকে স্বাগত জানান তাঁরা।সকল শ্রমিক নিজের রাজ্যে ফিরতে পেরে খুবই খুশি হন।তবে এখন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। তবে বাড়ি ফিরেও তাদের নিজের ঘরে কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছে সরকার। এখন তাদের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন তাদের পরিবার।