মুসলিম সম্প্রদায়ের যাকাতের অর্থে দুঃস্থ মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হল

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৭ মে, লকডাউনে মুসলিম সম্প্রদায়ের যাকাতের অর্থে রমজান মাসে এই সময়ে নদীয়া জেলার হাঁসখালি ব্লকের পায়রাডাঙ্গা গ্রামে ৩ জন যুবক মোঃ শরিফুল ইসলাম বিশ্বাস, শুকুর আলী বিশ্বাস ও আনারুল হক সর্দার, এই সংকটকালীন পরিস্থিতিতে ঠিক করেন কিছু ত্রাণকার্য করবেন।

জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের এই দুঃসময়ে বাড়িতে বাড়িতে অটোতে করে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল, আলু, চিনি, তেল, সাবান, লবণ, মুড়ি, সয়াবিন ইত্যাদি সব মিলিয়ে গা প্রকার জিনির এলাকায় দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেন। এরূপ কাজে গ্রামবাসীরাও খুশি। পাশাপাশি জুলফিকার মন্ডল এই ত্রাণ সাহায্য দিতে পেরে, সাধারন মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন।