মে দিবসের সাত সকালে ইলেকট্রিক্যাল যন্ত্রে গুরুতর আহত বাবা-ছেলে

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১ মে, শুক্রবার সকাল আটটা নাগাদ নদিয়ার শান্তিপুর কুটির পাড়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা তাপস প্রামাণিক ছেলে তন্ময় প্রামানিক দুজনে মিলে ইলেকট্রিকের কার্টার মেশিন দিয়ে কাজ করছিলেন কাঠের দরজা বানানোর জন্য। এর আগে তারা ছোটখাটো ইলেকট্রিক্যাল কাজ কর্ম করলেও কাঠের উপযোগী যন্ত্রাংশ ছিলনা তাদের কাছে। অগত্যা ইলেকট্রিক্যাল কাটার সহযোগিতা নেন তারা। অত্যধিক চাপ পড়লে মোটরের পিনিয়াম খুলে গিয়েই ঘটে বিপত্তি।

এদিন সকালে বাড়ির কিছু দরজা জানালার কাজ করছিল তারা। হঠাৎই হাত থেকে কাটারি মেশিন ছিটকে গিয়ে গুরুতর আহত হয় দুজনে।বাবা তাপস প্রামাণিকের পেটে তিন জায়গায় ক্ষত হয় অনেকটাই। এছাড়াও ছেলে তনময় প্রামাণিকের দু পায়ের উরুতে বেশ কয়েক জায়গায় মারাত্মক ক্ষত হয় ও প্রচুর রক্তক্ষরণ হয়। দুজনকেই সাথে সাথেই পরিবারের লোকজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যায়।এখন তারা চিকিৎসাধীন। পরিবারের তরফ থেকে জানানো হয়। ওরা এর আগে কখনো ছুতোর মিস্ত্রি কাজ করেনি। ছোটখাটো ইলেকট্রিক্যাল কাজ করত।লকডাউন এর জেরে বাড়িতে বসেই বাড়ির খুঁটিনাটি কাজ করছিল। হঠাৎ হাত থেকে ওই ইলেকট্রিক্যাল কাটারি মেশিন ছিটকে গিয়ে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।