ফের আফগানিস্তানের কাবুলে একাধিক রকেট হামলার ঘটনা ঘটলো

রকেট

ফের আফগানিস্তানের কাবুলে একাধিক রকেট হামলার ঘটনা ঘটলো। আফগানিস্তানকে তালিবানরা দখলে নেওয়ার পর   ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো।  জানা গিয়েছে, গতকাল  বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজধানী কাবুলে একাধিক রকেট হামলা হয়েছে। কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই রকেট আছড়ে পড়েছে।

 

উল্লেখ্য, , মাত্র  তিন সপ্তাহ আগেই কাবুল বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে প্রায় ১৬০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। তবে এবারের  বিস্ফোরণের ধরন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অবশ্য স্থানীয়দের সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

আর ও  পড়ুন    বিশ্বকর্মা পুজোতে জলদাপাড়া জাতীয় উদ্যান কাদের পুজো দেওয়া হলো ?

 

এই হামলার পিছনে  কোনও গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার না করলেও ‘ইসলামিক স্টেট–খোরসান’ এর দিকেই সন্দেহের তির রয়েছে। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের চক্রী ছিল এই জঙ্গি গোষ্ঠীই। উল্লেখ্য, আগস্টের শেষ সপ্তাহে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল বিমানবন্দর। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের সামনে ঘটে প্রথম বিস্ফোরণ। তারপরের বিস্ফোরণটি ঘটে ব্যারন হোটেলের সামনে। তার কিছুক্ষণের পরই ব্রিটিশ ও মার্কিন সেনা ছাউনির পাশে আরও এক বিস্ফোরণ ঘটে।

 

এদিকে  তালিবরা আফগানিস্তান দখল করতেই দেশ ছেড়ে পালাতে শুরু করে মার্কিন ও বিদেশি নাগরিকরা। আর পালানোর একমাত্র পথ ছিল কাবুল বিমানবন্দর। আমেরিকার নিয়ন্ত্রণে থাকা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ছক তৈরি করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান)। এমনটাই জানিয়েছিল পেন্টাগন। এখন অবশ্য কাবুল বিমানবন্দর তালিবানের দখলে। জানা গিয়েছে, গতকাল  বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজধানী কাবুলে একাধিক রকেট হামলা হয়েছে। কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই রকেট আছড়ে পড়েছে।

 

উল্লেখ্য, , মাত্র  তিন সপ্তাহ আগেই কাবুল বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে প্রায় ১৬০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। তবে এবারের  বিস্ফোরণের ধরন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অবশ্য স্থানীয়দের সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।