রাজ্যে  রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, অভিযোগ শমিকের

রহস্যজনক

রাজ্যে  রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, অভিযোগ শমিকের । রাজ্যে  রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে । করোনার মৃত পরিবারের আবেদন সঠিক সাংখ্যার  সাথে মিল নেই । আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি রাজে সরকার দিচ্ছে না , এমন অভিযোগ তুলিলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্য  সরকার কতজন মৃত্যু পরিবারে কাছে টাকা বা চাকরি দিয়েছে ?? আমরা দাবি করছি , শ্বেত পত্র প্রকাশ করা হোক।

 

তিনি বলেন,   বহু জায়গায় টেষ্ট হচ্ছে না । শমিক অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ টেনে বলেন,   অভিষেক বললেন, পজেভিটি রেট তিরিশ শতাংশ কমাতে হবে । তারপর থেকে এই রাজ্যে করোনা টেষ্ট কমিয়ে দেওয়া হয়েছে । কটা অস্কিজেন‌ প্লান্ট হয়েছে এই রাজ্যে ? অথচ পিএম ফান্ড থেকে রাজ্য টাকা পেয়েছে । করোনার জন্য সব সরকারি হাসপাতালে অন্য অসুখের চিকিৎসা বন্ধ হয়ে গেছে । এই সব বাদ দিয়ে এখন ট্যাবলো বিতর্ক করছে রাজ্য । নাইসেট বলেছে , রাজ্য সরকার থেকে মাত্র এক হাজার টেষ্ট করতে পাঠানো হচছে ।

 

শমিক বলেন,    হলদিয়া যা হয়েছে ও তৃনমূল পারিবারিক বিষয় । কোন ইমেজ ধরে রাখার জন্য নয় । লেনদেনের পাইপ লাইনে কোন ঝামেলা হয়েছে । তাই গ্রেপ্তার হয়েছে । আই এ এস , যুক্তরাষ্ট্রের কাঠামো কে আঘাত করছে মমতা বন্দ্যোপাধ্যায় । এর ফলে সব চেয়ে বেশী ক্ষ্যতি হচ্ছে এই রাজ্যের আই এ এস অফিসারদের । তাদের ক্যারিয়ার  নষ্ট হচ্ছে । তিনি নিজের দলের বিধায়কের মন্তব্য প্রসঙ্গে বলেন,  বনগাঁ বিধায়ক যা বলেছেন , তা মনের ক্ষোভ । কতদিন আর আমরা শহীদ বেদীতে মালা চড়াবো ।

 

আর ও পড়ুন    নবান্নের কাছে বোমাতঙ্ক, প্রশ্নের মুখে হাওড়া সিটি পুলিশ এর নজরদারি

 

শমিক বলেন, গত দশ বছরে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কে কতটাকা রাজের সরকারের দিয়েছে – তা প্রকাশ করা হোক ।আর কত মামলা জিতেছেন , তাও প্রকাশ করা হোক ।  বলেন, মুকুল রায় – ভারতীয় পরিষদ ব্যবস্থাকে একটা হাস্যকর জায়গা নিয়ে যাচ্ছে তৃনমূল । উনি মুখ্যমন্ত্রী কাছ থেকে পতাকা নিয়েছেন । এটা ভুলে যাবেন না। আমরা যে কোন মূল্যে মুকুল রায় কে পি এস সি চেয়ারম্যান পদে থাকতে দেবো না । তাকে বিধায়ক ও থাকতে দেবো না ।