রাজেশ ওরাং সমাধিস্থ হওয়ার 24 ঘণ্টার মধ্যে চাকরির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২০ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই। রাজেশ ওরাং শহীদ হয়েছেন এই খবর পেয়েছিলেন সেদিনই তিনি ঘোষণা করেছিলেন তার পরিবারকে একটি চাকরি ও 5 লক্ষ টাকা দেয়া হবে। সে মত দেহ সমাধিস্থ হওয়ার আগেই পরিবারের হাতে প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 5 লক্ষ টাকার চেক।দেহ সমাধিস্থ হওয়ার 24 ঘণ্টার মধ্যে চাকরি প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।
শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে তার বাড়ি থেকে আনা হয় তার বোন শকুন্তলা ওরাং ও জেঠুর ছেলেকে জেলা সদর মহকুমা শাসকের দপ্তরে। এদিন প্রশাসনের পক্ষ থেকে তার বোনের আধার কার্ড, ভোটার কার্ড ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত রকম নথিপত্র জমা নেওয়া হয়।
সবশেষে শকুন্তলা ওরাং জানান আমি এতে খুশি, রাজ্য সরকার এত তাড়াতাড়ি চাকরির প্রক্রিয়া শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ। আদিবাসী গাঁওতা নেতা রবিন সরেন জানান, এতে আমরা খুশি হয়েছি যে রাজ্য সরকার এত তাড়াতাড়ি সমস্ত প্রক্রিয়া শুরু করেছে। তার বোনের কাজের দরকার রয়েছে খুবই কারণ সংসারের একমাত্র রোজগেরে ছেলেটি আজ নেই।