রাজ্যে বাড়লো রেড জোনের সংখ্যা, ‘রেড জোন’ নিয়ে ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১ মে, করোনা আবহে রাজ্যে ‘রেড জোন’ নিয়ে ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত শুরু হয়েছে।গতকাল দেশের প্রতিটি রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন সংশোধিত রেড অরেঞ্জ এবং গ্রিন জোনের তালিকা। সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে ১০ টি জেলাকে রেড জোনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ৫টি জেলা রয়েছে অরেঞ্জ জোনের তালিকায় এবং রাজ্যের বাকি ৮টি জেলা গ্রিন জোনে রয়েছে বলে জানানো হয়েছে।

‘রেড জোন’ এর তালিকায় বিশাল ফারাক দেখা দিয়েছে নবান্ন ও কেন্দ্র প্রকাশিত সংখ্যায়।শুক্রবার সকালে কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যায় জানানো হয়েছিল, পশ্চিমবাংলায় মোট ১০টি ‘রেড জোন’ রয়েছে, কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহ। আর অরেঞ্জ জোনে রয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ।তবে কেন্দ্র প্রকাশিত এই তত্ত্ব একাবারেই মানছে না নবান্ন। প্রশ্ন উঠছে, কোনও প্রকার আলোচনা ছাড়াই কীভাবে কেন্দ্র এইরকম ভুল তালিকা প্রকাশ করল।কেন্দ্রের প্রতুত্তরে পাল্টা তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী।

সেখানে পূর্ণ তালিকা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের কাছে প্রতিবাদপত্র পাঠায় রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমার।
সেখানে রাজ্যের ৪টি জেলাকে ‘রেড জোন’ বলে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো কলকাতা, হাওড়া,
উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। ১১টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে। আর বাকি ৮টা জেলা গ্রিন জোনের অন্তর্গত।