রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিনের পূর্ণ লকডাউন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সচেতন মানুষ

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- আগের পূর্ণ লকডাউনের মতোই রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিনের পূর্ণ লকডাউন সাধারণ মানুষ সচেতন হয়েই স্বেচ্ছায় পালন করছেন। মানুষের এই সচেতনতার ছবিই ফুটে উঠল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক পূর্ণ লকডাউনের প্রথম দিন সোমবার উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারন সচেতন মানুষ।

কোথাও কোনও বাজার বা দোকানপাট খোলেনি, রাস্তায় চলেনি কোনও যানবাহন। খুব প্রয়োজন ছাড়া মানুষকে বের হতে দেখা যায়নি। লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন ছিল তৎপর। শহরজুড়ে ছিল পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ প্রশাসনের এই সম্পূর্ণ লকডাউনকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, পুর পরিষেবার সাথে যুক্ত থাকা দু একটি যানবাহন রাস্তায় বের হতে দেখা গিয়েছে।