রেললাইনের ওপর বালিবোঝাই ইঞ্জিন, ট্রেন চলাচলে বিঘ্ন

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ জানুয়ারি, শুক্রবার সকাল আটটা নাগাদ একটি বালিবোঝাই ইঞ্জিন লাইনের ওপর ভেঙে পড়ে। বসিরহাট হাসনাবাদ শিয়ালদা লাইনের নিমদাঁড়িয়া স্টেশনের ৪৭ নম্বর রেলগেটে ঘটনাটি ঘটেছে। জানা যায়, রেলগেট পার হয়ে যেতে গিয়ে লাইনের ওপর ভেঙে পড়ে যার মাল বোঝাই ভ্যান।তারপর থেকেই প্রায় এক ঘণ্টা দেরিতে ট্রেন চলছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিমদাঁড়িয়া স্টেশনের ৪৭ নম্বর রেলগেট সংলগ্ন স্থানে রাস্তা প্রচন্ড খারাপ বেহাল। বারবার রেল কর্তৃপক্ষের জানিয়ে কোনো ফল হয়নি। যার কারণেই এই দুর্ঘটনা। সেই সময় হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল আসছিল দূর সেই সময় স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ট্রেন থামিয়ে দেয়। নাহলে বড়সড় দুর্ঘটনা মুখে পড়তে হত ডাউন লোকালকে।এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারত।ঘটনাস্থলে রেল পুলিশ এসে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ভ্যানটিকে সরিয়ে দেয়।