রোগীর শরীরে করোনা ‘পজেটিভ’, এদিকে ‘নেগেটিভ’ বলে ছেড়ে দিল সরকারি হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ এপ্রিল, রোগীর শরীরে করোনা ‘পজেটিভ’, এদিকে ‘নেগেটিভ’ বলে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে।ভুল ভাঙল প্রায় ২৪ ঘণ্টা পর।কিন্তু আর বাঁচানো গেল না সেই করোনা আক্রান্ত ব্যক্তিকে।দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন সকালেই মৃত্যু হল সেই রোগীর।করোনা ভাইরাস নিয়েই সেই ব্যক্তি গোটা পরিবারের সঙ্গে কাটালেন একদিন।ঘটনার খবর স্বাস্থ্য দফতরের কাছে আসতেই জোর তল্লাশি শুরু হয়েছে।

জানা যায়, করোনা আক্রান্ত সেই মৃত বৃদ্ধ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বাসিন্দা ছিলেন।তাঁর বাড়িতে ৭ মাসের এক শিশুও রয়েছে।পরিবারের সকল সদস্যকে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।বৃদ্ধর ছেলে বলেন, তাঁর বাবার সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।২২ এপ্রিল প্রথমে তাঁকে বেসরকারি হাসপাতালের ফিভার ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সেখান থেকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান তিনি।সেখানে তাঁর বাবাকে ভর্তি করে নেওয়া হয়।

গত ২৫ এপ্রিল স্বাস্থ্যভবন থেকে ছেলেকে জানানো হয় তাঁর বাবার করোনা পজেটিভ।পরের দিন ২৬ এপ্রিল সকালে ফের তাঁরা ফোন করে পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন।কিন্তু তারপর ঘটে আজব ঘটনা।২৬ এপ্রিল বিকেলে বাঙুর হাসপাতাল থেকে তাঁদের বলা হয়, তাঁর বাবা করোনা নেগেটিভ।বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।পরিবারের যে কেউ এসে তাঁকে যেন রাতের মধ্যে নিয়ে যায়।এরূপ ঘটনায় অবাক সকলেই।পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর।