লকডাউনকে উপেক্ষা করা অসচেতন নাগরিকদের খড়্গপুর পুলিশ প্রশাসনের তৎপরতা যথেষ্ট প্রশংসনীয়

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল, লকডাউনকে উপেক্ষা করে কিছু উৎশৃঙ্খল মানুষদের আয়ত্বে আনতে রেল মহাকুমা শহর খড়্গপুর পুলিশ প্রশাসনের তৎপরতা যথেষ্ট প্রশংসনীয়। এখনো সমাজের কিছু মানুষ সমস্ত প্রকার বিধি-নিষেধ উপেক্ষা করে যত্রতত্র দিনের আলোতে জমায়েত না করতে পারলেও রাতের অন্ধকারে বিভিন্ন অলিগলিতে একত্রে কোন প্রকার প্রশাসনের নিয়মের তোয়াক্কা না করে অহেতুক কৌতূহল বশত বাইরে ঘুরে বেড়াচ্ছে।সেই সকল মানুষগুলিকে রুখতে রাতের বেলাতেও খড়্গপুর পুলিশ প্রশাসনের সক্রিয়তা দেখা গেল।

অযথা যারা যথোপযুক্ত কারণ ছাড়াই বাইরে বেরিয়ে ছিল তাদের বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয় এবং বেশ কিছু জায়গায় আকস্মিক পর্যবেক্ষণ করতে দেখা যায় প্রশাসনিক ব্যক্তিবর্গদের। এদিনও জনসাধারণের মধ্যে সচেতনতা আনতে এবং বিভিন্ন মেডিকেল সপগুলিকে হোম ডেলিভারী ব্যবস্থা চালু করার নির্দেশ দেন,যাতে সাধারণ মানুষ বা প্রবীণ নাগরিকদের ঘরের বাইরে না বেরোতে হয়। এছাড়াও গরিব ভবঘুরেরা যথেষ্ট খাবার পাচ্ছেন কিনা তারও খোঁজখবর নেন। অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে এই প্রশাসনিক তৎপরতা লক্ষণীয়।