লকডাউনের প্রথম থেকেই গরিব মানুষদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ডোমকলের পতাকা শিল্পগোষ্ঠী

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৬ মে, ইতিমধ্যে তৃতীয় দফার লকডাউন ঘোষনা হয়েছে। আগামী ১৭ মে অবদি চলবে এই তৃতীয় দফার লকডাউন। ফলে এই তৃতীয় দফার লকডাউন ঘোষনা হওয়ার পরে গরীব দুস্থ শ্রমজীবী মানুষেরা আরো বেশী অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন। ধারাবাহিক ভাবে গত এক মাস ধরে পতাকা শিল্পগোষ্ঠী ও আল আলাম মিশনের যৌথ উদ্যেগে চলছে এই খাদ্য সামগ্রী বিতরণ। এদিন বুধবার অসহায় গরীব দুস্থদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো ডোমকল পৌরসভার ২ নং ওয়ার্ড এর শিরোপাড়া, ৫ নং অঞ্চলের সারাংপুর, কালোদিয়াড়, সাবাজপুর, শ্যামপুর সহ রানীনগর থানার ভাটু কুমনগর সহ বিভিন্ন গ্রামীন এলাকায়। এই খাদ্য সামগ্রী তুলে দিলেন আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, ডোমকল পৌরসভার ২ নং ওয়ার্ড এর কাউন্সিলর কামরুজ্জামান, মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, রানীনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মিজান হাসান, স্বাস্থ কর্মাধ্যক্ষ বেনহুর ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ফরমান সাহেব, পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম, পিয়ারুল ইসলাম, সাহিন শাহ প্রমুখ।

সরকারি নির্দেশিকা মেনে প্রশাসনের সহযোগিতা নিয়েই প্রতি দিনের ন্যায় এই কর্মসূচী চলছে বলে জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাহবুব মুর্শিদ৷ বাংলার দানবীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তাক হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, “এই ভাইরাস খুব ভয়ংকর। গোটা পৃথিবী ব্যাপি এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের সকলকেই সবাধানতা অবলম্বন করে চলতে হবে। আপনারা সকলেই সরকারী নির্দেশিকা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করুন। তবেই পৃথিবী আবার শান্ত হবে, আমরা সকলে ভালো থাকতে পারবো, আমাদের দেশ ভালো থাকবে, রাজ্য ভালো থাকবে”।