লকডাউনের সময় বাড়িতে বসে মেয়ে সানাকে রান্না শেখাতে মত্ত দাদা

৩০ মার্চ, করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে সরকার। সংক্রমণ রুখতে গৃহবন্দী হতে বাধ্য হয়েছে দেশবাসী।এর জেরে সুনসান গোটা রাস্তা।কিন্তু কোথাও এই লকডাউনের জন্য ব্যস্ত মানুষেরা তাদের পরিজনের সঙ্গে সময় কাটাতে পারছেন।আতঙ্ক কাটিয়ে ঠিক এরকম এক সুন্দর দৃশ্য দেখা গেল বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত লাল বাড়িতে।

পরিবারের অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় নিজস্ব কাজে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে পরিবারের সঙ্গে খুব কম সময় কাটিয়েছেন।আজ দেশের এই ভয়াবহ পরিস্থিতিকে কাটিয়ে উঠতে খাওয়াদাওয়া করে, সিনেমা দেখে, আড্ডা দিয়েই কাটছে সময় গঙ্গোপাধ্যায় বাড়ির সকল সদস্যের।বাড়িতে থেকে মেয়ে সানা-কে রান্না শেখাচ্ছেন বাবা সৌরভ।স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও নাচের অ্যাকাডেমি দীক্ষামঞ্জরী নিয়ে সারাবছর ব্যস্ত। আর তাঁদের কন্যা সানা মগ্ন থাকেন পড়াশোনায়।করোনা লকডাউন অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবারে আচমকাই ছুটির আমেজ নিয়ে এসেছে।