লকডাউনে পরিযায়ী শ্রমিকের জন্য ‘উন্নয়নী কিচেন’

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ মে, শত সহস্ত্র মাইল হাটা পথ পেরিয়ে নিজ গৃহে পৌঁছানোর চেষ্টায় ভিন প্রদেশের মানুষ মৃত্যুবরণ করছে। অনেক কষ্টে ” এই পথেই জীবন,, ‘এই পথেই মরন আমাদের, কথাকে স্মরণ করে পরিযায়ী শ্রমিকরা আজ রাস্তায়। তাঁদের এই কষ্টকে মাথায় রেখেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রবেশপথ বেলঘড়িয়ার উন্নয়ন ক্লাব পরিযায়ী শ্রমিকদের জন্য রাত্রি বাস এবং খাদ্য ব্যবস্থার আয়োজন করেছে।

গত ২০ দিন ধরে রাজস্থান থেকে ফিরতি শ্রমিকরা ক্লাব লাগয়া ছাউনিতে আশ্রয় নিয়েছে বলে জানালেন ক্লাব সম্পাদক সন্দীপ দাস। স্থানীয় অঞ্চলের অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রতিদিন ১০০০ জনের উন্নয়নী কিচেনের রান্না করা খাবার পরিষেবা শুরু হলো আজ থেকে। স্থানীয় কামারহাটির পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, পৌর পিতা বিশ্বজিৎ সাহা, সহযোগী সংস্থা পরিষেবার সম্পাদক সোমনাথ রায় চৌধুরীর সহযোগিতায় এই উন্নয়নী কিচেন আগামী ১০ দিন চলবে।