লাটাগুড়ি থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:- জলপাইগুড়ির লাটাগুড়ি পর্যটন কেন্দ্রের বেসরকারি রিসর্টের নিকটে একটি ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ পাওয়া যায় । রিসর্টের সামনের এই সাপ দেখে স্থানীয় লোকজন বন দফতরে বিষয়টি জানায় । খবর পেয়ে মনগুড়ির বিখ্যাত পরিবেশ প্রেমী ও সাপ বিশেষজ্ঞ নন্দু রাই ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘণ্টাখানেকের চেষ্টায় নন্দু রাই এবং বন বিভাগ মিলে সাপটিকে ধরে ফেলে, তাকে একটি খাঁচায় বন্দী করে । নন্দু রায় বলেন যে এই সময় বৃষ্টির কারণে জঙ্গলে জল জমে থাকায় সাপদের বাঁচতে অসুবিধা হয় তাই তারা লোকালয়ে চলে আসে। সাপটিকে প্রাথমিক চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয় এবং তারপর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।