লিভার সমস্যায় টনিক খাওয়ার অভ্যাস আছে, তাহলে সাবধান!

৩ ডিসেম্বর, দূষিত পরিবেশে আজ লিভারের সমস্যায় আক্রান্ত বহু মানুষ। খাবারে ভেজালের পরিমান বেড়ে যাওয়ায় পেটের সমস্যায় ভুগছেন বহু মানুষ। পেটের সমস্যা, চোখের তলায় কালি, ত্বকে সাদা দাগ–‌সহ একাধিক শারীরিক অসুস্থতার জন্য লিভার খারাপকেই দায়ী করে থাকেন অধিকাংশ মানুষ।ফলে অকারণেই লিভার ভাল রাখার ওষুধ খান। লিভার ঠিক করার টনিক খাওয়ার পরামর্শও দেন অপরকে। টনিক খেলেই লিভার ভাল থাকবে এরকম ভ্রান্ত ধারণা বহু মানুষের মনে রয়েছে। কিন্তু আসল কথা হল এই ধরনের ওষুধে লিভারের কোনও উপকার হয় না।

গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ডাঃ কল্যাণ বোস জানান, এমন অনেক মানুষ আছেন যারা মদ্যপান না করলেও লিভারের সমস্যায় ভোগেন। প্রকৃত পক্ষে লিভারের সমস্যা বা সিরোসিস অফ লিভারের প্রধান কারণ বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছেমতো পেটে ব্যথার ওষুধ খেলে লিভারের ক্ষতি হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ইচ্ছেমতো অ্যামক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ বা স্ট্যাটিন জাতীয় ওষুধ খেলেও ক্ষতি হয় লিভারের। অন্যদিকে এমন অনেকে আছেন যাঁরা গ্যাস অম্বল হলেই ওষুধ খান। বাজারে অনেক ধরনের অ্যান্টাসিড রয়েছে যেগুলি বিনা পরামর্শেই অনেকে খান কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছেমতো দোকান থেকে সেগুলি কিনে খাওয়া কখনই উচিত নয়, তাতে লিভার আরও নষ্ট হয়ে যেতে পারে।