শিলিগুড়ি রেল স্টেশন এর সামনে বাম সংগঠনের পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি পালন করা হল 

নিজস্ব সংবাদদাতা ১৮ফেব্রুয়ারি ২০২১শিলিগুড়ি: বৃহস্পতিবার শিলিগুড়ি রাঙাপানি রেল স্টেশন এর সামনে সারা ভারত কিষান সভার এবং বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি করা হয়। সারা ভারতের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে রেল রোকো কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে নতুন তিনটি কৃষি আইন আনা হয়েছে তার প্রতিবাদে একদিকে দিল্লির রাজপথে ৮৫দিন থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে যেইভাবে আন্দোলন করছে সেই আন্দোলনের নৈতিক সমর্থন জানিয়ে বাম সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রেল রোকো কর্মসূচি নেওয়া হয়েছিল। এই আন্দোলনে জামুন সারা ভারত কিষান সভার বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন তেমনি বাম সংগঠনের পক্ষ থেকে CITU নেতা সমর পাঠক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন….সরস্বতী পুজোয় ‘মমতা দি আরেকবার’ বাজিয়ে উদ্দাম নাচ স্কুলের পড়ুয়াদের