শিলিগুড়ি ( Siliguri ) এসে মমতাকে তীব্র আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Siliguri
Siliguri
শিলিগুড়ি ( Siliguri ) এসে মমতাকে তীব্র আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

শিলিগুড়িতে ( Siliguri ) এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।রবিবার, শিলিগুড়ির ( Siliguri ) লেকটাউনে প্রয়াত অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের বাড়িতে এসেছিলেন তিনি।দেখা করেন স্বর্গীয় আলোক বাবুর পরিবারের সঙ্গেও।তারপরে পরে অসমের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে সাংবাদিক বৈঠকে মমতাকে আক্রমণ করেন।

 

অসমের মুখ্যমন্ত্রী বলেন,”অসমে ও ত্রিপুরায় দিদি যত যাবেন, কংগ্রেসের ভোট তত কাটবে। তাতে লাভ হবে আমাদের। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে রেড কার্পেট পেতে স্বাগত জানাব।”

 

তিনি ( Siliguri ) আরও বলেন,আমাদের দলের প্রাক্তন বিধায়ক মারা গিয়েছেন শিলিগুড়িতে। আমি তখন আসতে পারিনি। তাঁর পরিবারের সঙ্গে দেখা করে গেলাম। শ্রদ্ধা জানাই।অসম বিজেপির সভাপতিও ছিলেন।

 

আর ও পড়ুন    উত্তবঙ্গের ( Northbengal ) ঐতিহ্য টয়ট্রেন উঠছে দাড়িপাল্লায়

 

এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিদির ভোটব্যাঙ্ক সেখানে, যেখানে দিদি রাজনীতি করেন, তার বদলে দিদি অসমে এলে কংগ্রেসের ভোট ভাঙবেন। আমাদের জন্যই ভাল হবে। তাঁকে বলব, আসুন আমাদের সাহায্য করুন। লাল কার্পেট বিছিয়ে দেব।

 

তৃণমূল যত সংগঠন করবে, কংগ্রেস এবং ইউডিএফের ভোট ভাগ হবে। উনি যত তৃণমূল করবেন, ভোট ভাগ হবে। দিদি ওখানে যাবেন, মাকে প্রণাম করে বাংলায় চলে আসবেন। অসমে ওনার কী কাজ?

 

রবিবার, শিলিগুড়ির ( Siliguri ) লেকটাউনে প্রয়াত অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের বাড়িতে এসেছিলেন তিনি।দেখা করেন স্বর্গীয় আলোক বাবুর পরিবারের সঙ্গেও।তারপরে পরে অসমের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে সাংবাদিক বৈঠকে মমতাকে আক্রমণ করেন।

 

অসমের মুখ্যমন্ত্রী বলেন,”অসমে ও ত্রিপুরায় দিদি যত যাবেন, কংগ্রেসের ভোট তত কাটবে। তাতে লাভ হবে আমাদের। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে রেড কার্পেট পেতে স্বাগত জানাব।”