শীতের মরশুমে ফের জঙ্গলে যাওয়া নিষিদ্ধ করে দিল বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি, ফের রুজি হারানোর চিন্তায় জঙ্গলমহলের গ্রামবাসীরা। কোনরকম প্রাণহানি বা অন্যান্য দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করে দেওয়া শুরু করে দিল বনদপ্তর। আগে থেকেই টের পাওয়া যায় লালগড়ের জঙ্গলে বাঘের উপস্থিতি আর তার জেরেই বনদপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়।

সোমবার সকাল থেকেই সকলকে জানিয়ে দেওয়া হয়, হিংস্র প্রাণীর আক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে জঙ্গলে যাওয়া নিষিদ্ধ। সেইসঙ্গে জঙ্গল সংলগ্ন রাস্তায়ও সাবধানে চলাফেরা করার কথা বলা হয় মাইকিং করে।২০১৮ সালে একইভাবে মাইকিং করে বনদপ্তর-এর পক্ষ থেকে বাঘের আক্রমণের ভয়ে সাবধান করা হয়েছিল। জঙ্গলে কাঠ পাতা সংগ্রহ করতে না পেরে রুজি হারিয়েছিলেন জঙ্গলমহল সংলগ্ন গ্রামের বাসিন্দারা। সেই সঙ্গে বাইরে কাজে গিয়ে ফেরার ক্ষেত্রে নিরাপত্তাহীনতার কথা ভেবে কাজ হারা হয়ে গিয়েছিলেন অনেকে। সেই একই আতঙ্ক ও পরিস্থিতি ফের ফায়ার এল, এমনটাই মনে করছেন গ্রামবাসীরা।