শীতে শরীরকে গরম করতে সাত সকালে চায়ের দোকানে হাজির এক বানর

৩ জানুয়ারি, সাধারণ দিনে চা বা কফি না মিললেও শীতের দিনে এটি মাস্ট।শীতের দিনে শরীরকে উষ্ণ করতে চা বা কফির প্রয়োজন পরে সকল মানুষেরই।তবে শুধু মানুষ নয়, শীতে নিজেকে উষ্ণ রাখতে পশু-পাখি সকলেই চায়। তবে আপনি কি কখনও কোনোও জন্তুকে চা খেতে দেখেছেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরমই এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে একটি বানরকে চা খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়।এবং সাথে ভিডিওটি দেখে বেশ মজা নিচ্ছে নেটিজনেরাও।

শীতের চাদরে মুড়েছে দেশ।জানা গিয়েছে গত কয়েক বছরের শীতকালীন তাপমাত্রার থেকে এই বছর তাপমাত্রা সবচেয়ে নিম্নে। আর তাই বানর নিজের শরীরকে উষ্ণ রাখতে ছুটে এসেছে এক চায়ের দোকানে।সাত সকালে বানর চায়ের দোকানে এসে সোজা দোকানির টেবিলে বসে যায়, আর তারপরই ইশারায় দোকানিকে চা দিতে বলে সে।দোকানীও তাকে চায়ের কাপে চা ঢেলে দেয়, সেই চা বেশ আমেজ করেই বানরটি পান করে। বানরের চা খাওয়া দেখতে সেইসময় আশেপাশের মানুষেরা বেশ ভিড় জমায় চায়ের দোকানে।