পুরুলিয়া জেলার শুকনো মাটিতে হচ্ছে ফুলের চাষ

শুকনো

পুরুলিয়া জেলার শুকনো মাটিতে হচ্ছে ফুলের চাষ, এমই ছবি ফুটে উঠলো মানবাজার মহকুমার ডাহা গ্রামে, মানবাজার-১ নং ব্লকের অন্তর্ভুক্ত ডাহা গ্রামে কৃষি দপ্তর ও মৃওিকা সংরক্ষণ বিভাগের যৌথ প্রকল্প মাটির সৃষ্টির আওতায় ৪ কাঠা জমির উপর বিশেষ প্রজাতির গাঁদা ফুলের চাষ করে লাভবান হচ্ছেন ডাহা গ্রামের এক বাসিন্দা বিল্পব মাহাতো।

 

মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তৈরী হওয়া মাটির সৃষ্টি প্রকল্পের বিশেষ গাছ লাগানো আবাদে কর্ম নিশ্চয়তার গুরুত্ব যেমন বৃদ্ধি হচ্ছে ঠিক সেরকমই ন্যাশন্যাল ফুড সিকুরিটি মিশনের আওতায় তৈরী হওয়া বিশেষ জল সঞ্চয় প্রকল্প জলসেচের ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করছে এই গাঁদা ফুল চাষে। বিশেষত দুই প্রজাতির গাঁদা ফুলের উপর চাষ করা হয়েছে এখানে, এই ফুলের চাহিদা যেমন গোটা জেলা জুড়ে শুরু হতে চলেছে তেমনি আশে পাশের নার্সারী গুলোতেও যথেষ্ট চাহিদা রয়েছে।

 

আর ও পড়ুন     গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক

 

এবিষয়ে বিল্পব মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ার বেশির ভাগেই জমি উঁচু নীচু ফলে এখানে বন্যা হবার কোনো সম্ভাবনা নেই সেই কারনে এই চাষের কথা মাথায় আসে এবং কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করি ফল স্বরুপ ৫০০০ গাঁদা ফুলের চারা বর্ষা কালে বসিয়ে ছিলাম তারেই ফলন হয়েছে, তবে এই ফলনে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি সম্পূর্ণটাই জৈব সার, তারমানে পুরুলিয়ার মাটিতে বর্ষাকালীন একটি অর্থকারী ফসল হিসাবে যে ফুল চাষ করা যেতে পারে তা প্রমানিত হলো।

 

এবিষয়ে কৃষি আধিকারিক অর্ক রায় চৌধুরী বলেন, বর্ধমান দিকে যেমন সমস্ত জমি সমতল সেটা কিন্তুু পুরুলিয়ার ক্ষেত্রে সম্পূর্ন আলাদা, এখানে চার ধরনের জমি আছে তাই এখানে নানান ধরনের ফসল ফলিয়ে লাভবান হওয়া যাবে কৃষক ভাইদের। মাটির সৃষ্টির প্রকল্পের আওতায় এবং আত্মা প্রকল্পের অর্থাঅনুকূল্যে এই চারা গাছ দেওয়া হয়েগিয়েছিলো সেইটার চোখ ধাঁদানো ফলাফল আমরা দেখতে পাচ্ছি আজ।

 

উল্লেখ্য, পুরুলিয়া জেলার শুকনো মাটিতে হচ্ছে ফুলের চাষ, এমই ছবি ফুটে উঠলো মানবাজার মহকুমার ডাহা গ্রামে, মানবাজার-১ নং ব্লকের অন্তর্ভুক্ত ডাহা গ্রামে কৃষি দপ্তর ও মৃওিকা সংরক্ষণ বিভাগের যৌথ প্রকল্প মাটির সৃষ্টির আওতায় ৪ কাঠা জমির উপর বিশেষ প্রজাতির গাঁদা ফুলের চাষ করে লাভবান হচ্ছেন ডাহা গ্রামের এক বাসিন্দা বিল্পব মাহাতো। মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তৈরী হওয়া মাটির সৃষ্টি প্রকল্পের বিশেষ গাছ লাগানো আবাদে কর্ম নিশ্চয়তার গুরুত্ব যেমন বৃদ্ধি হচ্ছে ঠিক সেরকমই ন্যাশন্যাল ফুড সিকুরিটি মিশনের আওতায় তৈরী হওয়া বিশেষ জল সঞ্চয় প্রকল্প জলসেচের ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করছে এই গাঁদা ফুল চাষে।

 

বিশেষত দুই প্রজাতির গাঁদা ফুলের উপর চাষ করা হয়েছে এখানে, এই ফুলের চাহিদা যেমন গোটা জেলা জুড়ে শুরু হতে চলেছে তেমনি আশে পাশের নার্সারী গুলোতেও যথেষ্ট চাহিদা রয়েছে।