বিদেশ থেকে ভারতে আসা ৬ জনের করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন-আতঙ্ক

শনাক্ত

বিদেশ থেকে ভারতে আসা ৬ জনের করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন-আতঙ্ক । করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পেয়েছিল গোটা দুনিয়া। তার মধ্যেই ফের উদ্বেগ বাড়াল করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। চিন্তায় ভারতও। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। এর মধ্যে পুরুষ এক যাত্রী এখন হাসপাতালে ভর্তি।

 

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা মনে করছে না যে রোগী ওমিক্রনে আক্রান্ত। বিএমসি জানিয়েছে, ওই যাত্রীর RT-PCR হয়। তাতে তাঁর শরীরে S gene এর অস্তিত্ব মেলে। জিম্বোবোয়ে থেকে পুণে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরত চণ্ডীগড়ের এক বাসিন্দাও কোভিড আক্রান্ত হয়েছেন।

 

তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ওমিক্রন নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র।সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর-সহ ১২টি দেশ। বাকি পাঁচজন কল্যাণ, ডোমবিলি ও পুণে, পিমপ্রির বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা উপসর্গহীন করোনা আক্রান্ত। আপাতত কোয়ারেন্টিনে আছেন তাঁরা।

 

আর ও পড়ুন  ভয়াবহ বিস্ফোরণে কাঁপল বজবজ, মৃত ৩ 

 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় মিলেছে করোনার একেবারে নতুন এই প্রজাতি। সেখানে নতুন করে আক্রান্তদের ৯০ শতাংশের শরীরেই মিলেছে ওমিক্রন। হংকং, বৎসোয়ানাতেও মিলেছে এটি। নাম ‌বি.১.১৫২৯। কতটা সংক্রামক এই প্রজাতি?‌ বিশেষজ্ঞরা বলছে, প্রায় ৫০ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে নতুন প্রজাতি। এর মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই স্পাইক প্রোটিনের চরিত্র আরও বদলাতে পারে। তাতে আরও ভয়ঙ্কর হতে পারে ভাইরাস। এক দল বিশেষজ্ঞ আবার মনে করছেন, নির্দিষ্ট কোনও এক রোগীর শরীরে মিউটেশন ঘটে নতুন প্রজাতিটি তৈরি হয়েছে। ওই রোগী সম্ভবত এইচআইভি আক্রান্ত। তার চিকিৎসাও হয়নি। তার ফলেই যত কাণ্ড।

 

উল্লেখ্য,বিদেশ থেকে ভারতে আসা ৬ জনের করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন-আতঙ্ক । করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পেয়েছিল গোটা দুনিয়া। তার মধ্যেই ফের উদ্বেগ বাড়াল করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। চিন্তায় ভারতও। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। এর মধ্যে পুরুষ এক যাত্রী এখন হাসপাতালে ভর্তি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা মনে করছে না যে রোগী ওমিক্রনে আক্রান্ত। বিএমসি জানিয়েছে, ওই যাত্রীর RT-PCR হয়।

 

তাতে তাঁর শরীরে S gene এর অস্তিত্ব মেলে। জিম্বোবোয়ে থেকে পুণে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরত চণ্ডীগড়ের এক বাসিন্দাও কোভিড আক্রান্ত হয়েছেন।তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ওমিক্রন নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র।সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর-সহ ১২টি দেশ। বাকি পাঁচজন কল্যাণ, ডোমবিলি ও পুণে, পিমপ্রির বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা উপসর্গহীন করোনা আক্রান্ত।

 

আপাতত কোয়ারেন্টিনে আছেন তাঁরা।সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় মিলেছে করোনার একেবারে নতুন এই প্রজাতি। সেখানে নতুন করে আক্রান্তদের ৯০ শতাংশের শরীরেই মিলেছে ওমিক্রন। হংকং, বৎসোয়ানাতেও মিলেছে এটি। নাম ‌বি.১.১৫২৯। কতটা সংক্রামক এই প্রজাতি?‌ বিশেষজ্ঞরা বলছে, প্রায় ৫০ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে নতুন প্রজাতি। এর মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই স্পাইক প্রোটিনের চরিত্র আরও বদলাতে পারে। তাতে আরও ভয়ঙ্কর হতে পারে ভাইরাস। এক দল বিশেষজ্ঞ আবার মনে করছেন, নির্দিষ্ট কোনও এক রোগীর শরীরে মিউটেশন ঘটে নতুন প্রজাতিটি তৈরি হয়েছে। ওই রোগী সম্ভবত এইচআইভি আক্রান্ত। তার চিকিৎসাও হয়নি। তার ফলেই যত কাণ্ড।

বিদেশ থেকে ভারতে আসা ৬ জনের করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন-আতঙ্ক । করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পেয়েছিল গোটা দুনিয়া। তার মধ্যেই ফের উদ্বেগ বাড়াল করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। চিন্তায় ভারতও। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। এর মধ্যে পুরুষ এক যাত্রী এখন হাসপাতালে ভর্তি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা মনে করছে না যে রোগী ওমিক্রনে আক্রান্ত। বিএমসি জানিয়েছে, ওই যাত্রীর RT-PCR হয়।