সত্যজিৎ অধিকারীকে পুনরায় টিকিটের দাবিতে তৃণমূলের জেলা সভাপতির বাড়ির সামনে জমায়েত এলাকাবাসীদের

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি, শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নির্বাচনে লড়তে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোনো দলই এখনোও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও প্রায় সব দলই নিজেদের প্রার্থী তালিকা একপ্রকার তৈরি করে রেখেছে।

ইতিমধ্যেই রবিবার সকালে পুরনিগমের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলার সত্যজিৎ অধিকারীকে পুনরায় তৃণমূলের টিকিটে দাঁড় করানোর দাবি জানিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকারের বাড়ির সামনে গিয়ে জমায়েত হল এলাকাবাসীরা। তারা মন্ত্রী ও জেলা সভাপতির কাছে দাবি জানিয়েছেন পুরনির্বাচনে পুনরায় যাতে তৃণমূলের তরফে সত্যজিৎ অধিকারীকে নির্বাচনে টিকিট দেওয়া হয়।

অন্যদিকে বিষয়টি নিয়ে জেলা সভাপতি রঞ্জন সরকার সংবাদমাধ্যমে সামনে কিছুই বলতে চাননি তিনি বলেন এলাকাবাসীরা বেশ কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, এছাড়াও তিনি আরো বলেন প্রার্থী ঠিক করা নিয়ে দল যা করবে সেটাই চূড়ান্ত।