সময় দিচ্ছেন না জেলা শাসক, অভিযোগ তুলে ধর্ণায় লকেট-অর্জুন

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ১৩ মে, হুগলি জেলার তেলিনিপাড়া অশান্তি কাণ্ডে রাজ্যপালকে নালিশ জানানোর পর এবার জেলা শাসকের অফিসের সামনে ধর্ণায় বসলেন দুই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং।লকেটের দাবি, তেলেনিপাড়া ইস্যুতে তাঁরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি সময় দেননি। ব্যস্ত আছেন বলে এড়িয়ে গিয়েছেন। কিন্তু এখনও সেখানে অশান্তি চলছে। আইনের শাসন নেই। ৫ মিনিটের সাক্ষাতের জন্য দু’ঘন্টা বাইরে অপেক্ষা করা সত্ত্বেও জেলা শাসক দেখা করেননি। পরে জোর করে গেটে ঢুকলে বলা হয় জেলা শাসক ভিডিও কনফারেন্সে ব্যস্ত আছেন।

লকেটের অভিযোগ, শুধু তেলেনিপাড়া নয়, তিনি এলাকার সাংসদ হওয়া সত্বেও গত দু’মাস ডিএম কোনও ব্যাপারেই সাংসদের সাথে দেখা করছেন না। ফোন তুলছেন না। এরপর লকেট চন্দন নগরের পুলিশ কমিশনারের সঙ্গেও ফোনে কথা বলার চেষ্টা করেন। এবং সেখানেও যথারীতি ব্যর্থ হন। অগত্যা ডিএম অফিসের বাইরে ধর্নায় বসেন লকেট এবং অর্জুন।