সাত সকালে আচমকাই ভেঙে পড়লো রেল গেটের ভারী লোহার খুঁটি।

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:- ঝড় নয় জল নয় সাত সকালে আচমকাই ভেঙে পড়লো রেল গেটের ভারী লোহার খুঁটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পথ চলতি কয়েকজন পথচারী। উত্তর ২৪ পরগনা জেলার দত্ত পুকুর থানার করেয়া কদম্বোগাছি রেল স্টেশন সংলগ্ন ৬ নং রেলগেটের ঘটনা। লোহার খুঁটি রাস্তায় পরে থাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর খবর পেয়ে রেল দপ্তরের কর্মীরা এসে খুঁটি মেরামতির কাজ শুরু করে। কিন্তু কি ভাবে রেলের ইঞ্জিনিয়ারদের নজর এড়িয়ে এতদিন বিপদ জনক খুঁটি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।