সাত সকালে পিসি চ্যাটার্জি মার্কেটে স্থানীয়দের চোখে পরে আগুনের শিখা, ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৫ মে, লকডাউনের মধ্যেই হঠাৎ সকাল ন’টা নাগাদ স্থানীয়রা ধোঁয়া দেখতে পায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পিসি চ্যাটার্জি মার্কেটে৷ জনৈক ব্যবসায়ীরা এরপর দ্রুত আগুনের মাত্রা বাড়তে থাক৷ খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানা এবং দমকল বিভাগকে।

কিছুক্ষনের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে বেশ কিছুক্ষন আগুন নেভানোর চেষ্টা চালায়৷ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিল্ডিংএ ভোডাফোন কোম্পানির এম এস ও দপ্তরে আগুন লেগেছিল৷তবে কিভাবে এই আগুন লাগে তা এখনও জানা যায়নি।