সালানপুর ব্লক তৃণমূলের মহিলা সংগঠনের উদ্দ্যেগে বিনামূল্যে একদিনের সবজি বাজার

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২২ এপ্রিল, সামাজিক দূরত্ব বজায় রেখে সালানপুর ব্লক এর পিঠাকেয়ারী আঞ্চলিক মহিলা তৃণমূলের উদ্যোগে ও রূপনারায়ানপুর পাঞ্চয়েতের সদস্য সুজিত দস্তিদার-এর সহযোগিতায় ফোগরাডি দুর্গামন্দির সংলগ্ন একটি ফাঁকা ময়দানে বসানো হয়েছে এই বিনামূল্যে সবজির বাজার।এই সব্জি বাজারের বিক্রেতা খোদ মহিলা সংগঠনের কর্মীরাই, তারা একেবারে দোকান করে এলাকার গরিব মানুষদের বিভিন্ন ধরনের সবজি বিলি করলেন বিধায়ক বিধান উপাধ্যায়-এর উপস্থিতিতে।

এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান, “যে লকডাউনে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও দরিদ্র শ্রেণীর মানুষ। সেই  পরিবারগুলির কথা ভেবেই আজকে এই ফোগরাডি এলাকার মহিলারা মিলে যে উদ্যোগ গ্রহণ করেছে তা যথেষ্ঠ প্রশংসনীয়।এই সকল মহিলারা যে এইভাবে এতসুন্দর করে একটি বিনামূল্যে গরীবদের সব্জিবাজার করে ফেলেছে এতে সকল মহিলাদের সাধুবাদ জানাই।”

এদিন এই বিনামূল্যের সব্জি বাজারে বারাবনি বিধায়ক বিধান বাবুর পাশাপাশির উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মধাক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,রূপনারায়ানপুর পাঞ্চয়েত প্রধান রানু রায়, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,সহ বহু মহিলা নেত্রী সংগঠনের কর্মীবৃন্দরা।