সুন্দরবনের বনি ক্যাম্পে দেখা মিললো রয়্যাল বেঙ্গল টাইগারের

দক্ষিণ ২৪ পরগণা: প্রায় ১০৫ কিমি নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছে।, জোর কদমে সেই ফেনসিং মেরামতির কাজ। কয়েকদিন আগেই বন মন্ত্রী রাজীব ব্যানার্জী পিরখালির জঙ্গলে এসে ফেন্সিং মেরামতির কাজে ব্যস্ত বণ কর্মীদের উৎসাহ দিয়ে গেছিলেন। গতকাল বিকালে পর দখিনা রায় মিষ্টি জলের পুকুরে জল খেতে দেখা গেলো। যদিও এই সময় পর্যটকদের আসা মানা আছে। আর কিছুদিন পরে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আম্ফান ঘূর্ণঝড় পরে এই প্রথম বন কর্মীদের সামনে দেখা দিলো রয়্যাল বেঙ্গল টাইগার যার ফলে খুশি বন কর্মীরা।