সেতুর বেহাল অবস্থার কথা জানালেও কর্ণপাত করেনি প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর দাসপুর ১ নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্ম্মা গ্রামে কাঠের সেতুর বেহাল অবস্থার জেরে অতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনে বহুবার আবেদন করা সত্বেও কোনো কাজ করেনি প্রশাসন। তাঁরা বলেন রাজ্য সরকারের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদ, দাসপুর বিধানসভার বিধায়ক, ঘাটাল মহকুমার সেচ দপ্তর, দাসপুর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমস্ত জায়গায় আবেদন করা হয়েছিল। কিন্তু কেউই কোনও কর্ণপাত করেনি।

শেষমেশ এই কাঠের সেতু রিপেয়ারিং-এর জন্য গ্রামের প্রত্যেক বাড়ি থেকে চাঁদা তোলা হয়।এই কাঠের সেতু দিয়ে ছাত্র-ছাত্রী স্কুল এবং কলেজ যাতায়াত করে সাথে ৬টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই কাঠের সেতু দুই মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা। ধর্ম্মা গ্রামের বেশিরভাগ মানুষের কৃষি জমি আছে, আর সেই জমি দেখভালের জন্য এই কাঠের সেতু দিয়েই কৃষকদের যাতায়াত করতে হয়। কাঠের সেতুর এরূপ বেহাল অবস্থার কারণে যেকোনো মুহূর্তেই কাঠের সেতুটি ভেঙে যাওয়ার আতঙ্কে আছে এলাকাবাসী।